জামিন পেলেন নাজমুল হুদা দম্পতি
৯ জুলাই ২০১৯ ১৪:১৯ | আপডেট: ৯ জুলাই ২০১৯ ১৪:২০
ঢাকা: সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা এক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিন বাড়ানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে তারা এ মামলায় আগাম জামিন নেন তারা।
মঙ্গলবার (৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে নাজমুল হুদা নিজেই শুনানি করেন।দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
এর আগে এ মামলায় নাজমুল হুদার এক আবেদনে নিষ্পত্তি করে মামলাটির তদন্ত চার মাসের মধ্যে নিষ্পত্তি করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক।
পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে হাইকোর্ট মামলাটি বাতিল করে রায় দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করেন। ২০১৭ সালের ৭ জুন আপিল বিভাগ হাইকোর্টের ওই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন।
এ মামলা চলতি বছরের মার্চে তারা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।
সারাবাংলা/ এজেডকে/জেডএফ