Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তান হত্যা মামলায় খালাস পেলেন মৃত্যুদণ্ড পাওয়া মাসহ ৩ আসামি


৯ জুলাই ২০১৯ ১৪:১৯

ঢাকা: বাগেরহাটের মোল্লাহাটে দেড় বছর বয়সী সন্তানকে হত্যার অভিযোগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শিশুর মাসহ তিনজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৯ জুলাই) বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল মঞ্জুর এবং ডেথ রেফারেন্স খারিজ করে এ রায় দেন।

আদালতে আসামি পক্ষে ছিলেন- এ কে এম ফজলুল হক খান ফরিদ। সঙ্গে ছিলেন আইনজীবী সাইফুর রহমান রাহি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম।

বিজ্ঞাপন

আসামি পক্ষের আইনজীবী এ কে এম ফজলুল হক খান ফরিদ বলেন, ‘প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকা, সন্দেহবশত মামলা করাসহ বিভিন্ন কারণে আসামিরা খালাস পেয়েছেন।’

এম এ মান্নান মোহন বলেন, ‘সাক্ষীদের সাক্ষ্যে গড়মিল থাকাসহ বিভিন্ন কারণে ডেথ রেফারেন্স রিজেক্ট করা হয়েছে।’ তবে এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে বলেও জানান তিনি।

মামলার অভিযোগে বলা হয়, লতিফা বেগমের সঙ্গে প্রতিবেশী মনির মোল্লার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে ঝগড়ার পর স্ত্রী লতিফা বেগমকে মারধর করেন ইকু বিশ্বাস। পরকীয়ায় বাধা ও মারপিটের ঘটনায় আসামিরা ইকু বিশ্বাসের ওপর ক্ষিপ্ত হন। ২০০৫ সালের ১২ এপ্রিল ভোরে শিশু ডিপজল নিখোঁজ হয়। পরের দিন বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই বছরের ২৯ অক্টোবর মনির মোল্লা ও নাজমা বেগমকে আসামি করে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা করেন ইকু বিশ্বাস। তদন্ত শেষে ২০০৬ সালের ১০ মে এজাহারভুক্ত দুই আসামি ও শিশুটির মা লতিফা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

বিজ্ঞাপন

ওই মামলার দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালের ২১ এপ্রিল বাগেরহাটের দায়রা জজ আদালত রায় দেন। রায়ে মোল্লাহাট উপজেলার নগরকান্দি গ্রামের ইকু বিশ্বাসের স্ত্রী ও ডিপজলের মা লতিফা বেগম, একই গ্রামের আয়েন উদ্দিন মোল্লার ছেলে মনির মোল্লা ও লুৎফর রহমানের স্ত্রী নাজমা বেগমকে মৃত্যুদণ্ড দেন। তাদের মধ্যে মনির মোল্লা ও নাজমা বেগম সম্পর্কে ভাই-বোন।

পরে ডেথ রেফারেন্স হিসেবে বিষয়টি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা ফৌজদারি আপিল ও জেল আপিল করেন। হাইকোর্টে ওই সব আবেদনের শুনানি শেষে আজ এ রায় দেন।

সারাবাংলা/এজেডকে/এমও

খালাস টপ নিউজ বিচারিক আদালত মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর