Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের হোয়াইট হাউজে বন্যার পানি!


৯ জুলাই ২০১৯ ১২:৪২ | আপডেট: ৯ জুলাই ২০১৯ ১৩:৩০

মৌসুমি ভারী বৃষ্টিপাতে ভেসেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। শহরজুড়ে আকস্মিক বন্যার পানি থেকে রেহাই মেলেনি প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউজেরও। টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, কোন কারণে ছিদ্র হয়ে বন্যার পানিতে ভিজেছে হোয়াইট হাউজের প্রেসরুম। খবর ইউএস টুডের।

সিএনবিসির করেসপন্ডেন্ট ইমন জাভেয়ার্স টুইট করে জানান, এটা এখন অফিসিয়াল! হোয়াইট হাউজের মেঝে বন্যার পানিতে ভিজছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ভয়ানক বন্যায় ভেসে গেছে ওয়াশিংটন

এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে প্রবল বর্ষণে এ বন্যা হানা দেয়। কোথাও কোথাও ৬. ৩ ইঞ্চি আবার কোথাও ৪ ইঞ্চি ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোনো কোনো রাস্তায় পানি জমেছে ৭ ফুটের বেশি।

আকস্মিক বন্যায় ওয়াশিংটন ডিসি’র রাস্তা ডুবে অচল হয়ে গেছে। মেট্রো রেলের রাস্তাও পানি ঢুকে অচলাবস্থা তৈরি হয়েছে। এছাড়া ন্যাশনাল আর্কাইভ বিল্ডিং ও মিউজিয়ামসহ অনেক ভবনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

সারাবাংলা/এনএইচ

টপ নিউজ ট্রাম্প হোয়াইট হাউজ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর