Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দি প্রত্যর্পণ বিলের ‘মৃত্যু’ হয়েছে: ক্যারি ল্যাম


৯ জুলাই ২০১৯ ১১:৪৮

চীনের কাছে কথিত অপরাধী প্রত্যর্পণের বিলটির ‘মৃত্যু’ হয়েছে বলে জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। মঙ্গলবার (জুলাই ৯) এক সংবাদ সম্মেলনে ক্যারি ল্যাম সরকারের এই পদক্ষেপকে পুরোপুরি ব্যর্থতা হিসেবেও উল্লেখ করেন। যদিও এর আগে ক্যারি লাম জানিয়েছিলেন, আগামী ২০২০ সালে বর্তমান আইন পরিষদের মেয়াদ শেষের মাধ্যমে বন্দি প্রত্যর্পণ বিলটি ‘অকার্যকর’  হবে। খবর সিবিএস নিউজের।

তবে এদিন ক্যারি লাম স্পষ্ট করে বলেননি বিলটি কোন প্রক্রিয়ায় ‘বাতিল’ হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটা উদ্বেগ রয়েছে আইন পরিষদে আবারও বিলটির প্রক্রিয়া শুরু হবে কি না। আমি পুনরায় বলছি এরকম কোন পরিকল্পনা নেই।

বিজ্ঞাপন

গত জুন মাস থেকে হাজার হাজার হংকংয়ের নাগরিক চীনের সঙ্গে প্রস্তাবিত বন্দি প্রত্যর্পণের বিলের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। তারা আইন পরিষদেও হামলা চালান। আন্দোলনকারীদের অভিযোগ এই বিলের মাধ্যমে চীন স্বায়ত্তশাসিত হংকংয়ে অবাধ খবরদারির সুযোগ পাবে।

যুক্তরাজ্য চীনের কাছে হংকংকে হস্তান্তরের সময় ২০৪৭ সাল পর্যন্ত এই ভূখণ্ডটির স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিয়েছে। তবে এরপর সেখানে চীনের ভূমিকা কি হবে তা অনিশ্চিত হয়ে আছে।

সারাবাংলা/এনএইচ

ক্যারি ল্যাম চীন টপ নিউজ হংকং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর