Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওষুধের দোকানি ও হল পরিদর্শকের সাক্ষ্য আজ


৯ জুলাই ২০১৯ ১১:১১

ফেনী: আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় মঙ্গলবার (৯ জুলাই) সোনাগাজী বাজারের ওষুধের দোকানের মালিক জহিরুল ইসলাম ও হল পরিদর্শক মো. বেলায়েত হোসেন আদালতে সাক্ষ্য দেবেন।

সোমবার (৯ জুলাই) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ শুনানির এই দিন ঠিক করেন। সোমবার একই আদালতে নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হান সাক্ষ্য দেন। পরে তাকে আসামীপক্ষের আইনজীবীরা জেরা করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানীর মামলায় ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইন মামলাটি ৪ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করেন। ওই মামলার অভিযোগপত্র গ্রহণ হবে কি-না এবিষয়ে শুনানি হবে আজ।

নুসরাত হত্যা: সাক্ষ্য দিলেন কেরোসিন ও বোরকা বিক্রেতা

অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে করা যৌন হয়রানীর মামলায় গত ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। ১০ পৃষ্ঠার ওই অভিযোগপত্রে একমাত্র আসামি সিরাজ উদ দৌলা।

চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ। এর জের ধরে গত ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান নুসরাত জাহান রাফির মৃত্যু হয়।

এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

টপ নিউজ নুসরাত হত্যা হল পরিদর্শক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর