Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্বোধনের ৮ মাস পরও ‘বন্ধ’ কালাই ফায়ার স্টেশন


৯ জুলাই ২০১৯ ০৯:৪৫

জয়পুরহাট: ২০১৮ সালের নভেম্বরে জয়পুরহাটের ‘কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’টির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ মাস পার হয়ে গেলেও শুরু হয়নি এর কার্যক্রম। পৌঁছায়নি প্রতিষ্ঠানের জনবল, পরিবহন এবং অন্যান্য আসবাবপত্র। ফলে কার্যত বন্ধই রয়েছে এ ফায়ার স্টেশনটি।

এলাকাবাসী জানান, দীর্ঘ ৮ বছর অপেক্ষার পর স্টেশনটি উদ্বোধন করা হয়েছে। এখন জনবল, পরিবহন ও আসবাবপত্র দিয়ে খুব দ্রুত এ প্রতিষ্ঠান চালু করা হোক। তাহলেই বিপদে উপকার হবে কালাই উপজেলাবাসীর।

বিজ্ঞাপন

জানা গেছে, কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি জয়পুরহাট-বগুড়া মহাসড়কের দক্ষিণ পাশের টিএনটি মোড়ে ২০১০ সালে ৩৩ শতক জমির উপর নির্মিত হয়। শুরু থেকেই নানা ঝামেলা পরে স্টেশনটি। ২০০৬ সালে ওই জমি অধিগ্রহণের সময় মূল্য কম হওয়ার অভিযোগ তুলে জমির মালিক মনোয়ারা বেগম নির্মাণ কাজ বন্ধ চেয়ে জয়পুরহাট জেলা জজ আদালতে মামলা করেছিলেন।

আবার ওই জমি মালিকের জামাতা মোজাফফর হোসেন জমিটি তার সংস্থার (এনজিও) নামে লেখা আছে দাবি করে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ৪ কর্মকর্তাকে বিবাদী করে উচ্চ আদালতে আরও একটি রিট আবেদন করেন। মামলার প্রেক্ষিতে আদালত ২০১০ সালের ৬ জুন নির্মাণ কাজ বন্ধ রাখতে ৩ মাসের স্থগিতাদেশ দিয়েছিল। স্থগিতাদেশের মেয়াদ উত্তীর্ণ হয়েছিল ২০১০ সালের ৯ সেপ্টেম্বর।

এ নিয়ে পরবর্তীতে আদালত থেকে আর কোনো নির্দেশনা না আসায় প্রতিষ্ঠানটির কাজ শেষ হলেও মামলার কারণে তখন চালু হয়নি। পরবর্তীতে ২০১৮ সালের অক্টোবর মাসে হাইকোর্ট ওই মামলা দু’টি খারিজ করে দেন। এরপর আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি গত বছরের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের পর ৮ মাস পার হলে গেলেও চালু হয়নি প্রতিষ্ঠানটি। পৌঁছায়নি জনবল, পরিবহন এবং অন্যান্য আসবাবপত্র।

বিজ্ঞাপন

এলাকার বাসিন্দা আব্দুল ওহাব বলেন, ‘ভোটের আগে যেভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন হলো, তাতে মনে হয়েছিল আজ থেকেই এটা চালু হল। কিন্তু ৮ মাস পরও তা বন্ধ রয়েছে। আগে মামলার কারণে হয়নি, সেটা আলাদা ছিল। আসলে কালাইবাসীর কপালই খারাপ। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরও একটি প্রতিষ্ঠান চালু হয় না।’

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন বলেন, ‘উদ্বোধন যখন হয়েছে তখন চালুও হবে। তবে একটু সময় লাগবে। জনবল কাঠামো অনুযায়ী ইতমধ্যে ৯ জনকে জয়পুরহাটে রাখা হয়েছে। পরিবহন ও আসবাবপত্র এলেই সেখানে পৌঁছে যাবে।’ শিগগিরই ‘কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’ চালু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সারাবাংলা/এমও

জয়পুরহাট ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর