চবি’র প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী মরিয়ম
৯ জুলাই ২০১৯ ০৯:২০ | আপডেট: ৯ জুলাই ২০১৯ ০৯:২৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম লিজা সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনিই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রক্টরিয়াল বডিতে নিয়োগ পাওয়া প্রথম নারী।
এছাড়া, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুবও সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (৮ জুলাই) দু’জন কাজে যোগ দিয়েছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।
তিনি সারাবাংলাকে বলেন, ‘অন্যান্য সহকারী প্রক্টরদের অপরিবর্তিত রাখা হয়েছে। তাদের সঙ্গে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম লিজা ও লোকপ্রশাসন বিভাগের মুহাম্মদ ইয়াকুবও তাদের সঙ্গে যুক্ত হয়েছেন।’
সারাবাংলা/সিসি/এমও