Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রহিমা মোমোরিয়াল হাসপাতালে অভিযান, ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক


৮ জুলাই ২০১৯ ২২:৫২

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছে ২৫০ পিস ইয়বা পাওয়া যায়।

মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজীর (২৮) বাড়ি পৌরসদর এলাকায়। তার বাবার নাম আব্দুল কাদের ফরাজী। আটক অন্যজন হলেন, গোয়ালবাড়িয়া গ্রামের লাভলু শেখের ছেলে নাইম শেখ (১৮)।

সোমবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারে রহিমা মোমোরিয়াল হাসপাতাল থেকে তাদেরকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকার। তিনি বলেন, ক্রেতা সেজে র‌্যাবের বিশেষ দলের সদস্যরা ইব্রাহিম ফরাজী ও নাইমকে আটক করে। র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে ৩শ’ পিস ইয়বা কেনার জন্য সকাল থেকেই অপেক্ষা করছিল। বিভিন্ন জায়গা ঘুরিয়ে রহিমা মেমোরিয়াল হাসপাতালের ভেতরে ২৫০ পিস ইয়াবা দিতে রাজি হয় তারা।

শামীম সরকার জানান, র‌্যাব সদস্যরা পরে ওই হাসপাতালে বিভিন্ন কক্ষে তল্লাশি করে ফেনসিডিলের কিছু খালি বোতল পেয়েছেন। দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে মাদকবিক্রি হচ্ছিল। ইব্রাহিম ফরাজী ওই হাসপাতালের একজন শেয়ার হোল্ডার ও পরিচালক হওয়ায় তিনি সেখানেই মাদকের আখড়া খুলেছিলেন।

সারাবাংলা/এটি

ইয়াবা ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর