Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীরভূমে ১০০ তাজা বোমা,৬ অবৈধ অস্ত্রসহ আটক ৯


৮ জুলাই ২০১৯ ১৯:৫৩

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে শনিবার (৬ জুলাই) জেলা পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে ১০০ টি বোমা এবং ৬ টি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ৯ জন আটক হয়েছেন। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

পুলিশ কর্মকর্তা শ্যাম সিং  ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, বীরভূম জলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা এবং আগ্নেয়াস্ত্রসহ ৯ জনকে আটক করা হয়েছে। পুলিশ হেফাজতে বোমাগুলো সফলভাবে নিস্ক্রিয় করা গেছে।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত বোমাগুলোর মধ্যে ৪০টি লাভপুর,৩২ টি নানুর,২০ টি পানুরি এবং ৯ টি কংকারতলা এবং ২ টি রামপুরহাট থেকে পাওয়া গেছে।

এক সপ্তাহের মধ্যে লাভপুর এবং মল্লারপুরে সংগঠিত বোমা বিস্ফোরণের প্রেক্ষিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

গত ১ বছর ধরেই ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং  বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বীরভূম আলোচনায় আছে।

লাভপুরে বিস্ফোরণের ঘটনায় পুলিশকে অতিদ্রুত ব্যবস্থা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দিয়েছে সরকার।

সারাবাংলা/একেএম

 

 

আগ্নেয়াস্ত্র তৃণমূল পশ্চিমবঙ্গ পুলিশ বিজেপি বীরভূম বোমা ভারত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর