Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরিক এরশাদকে টেলিফোনে হুমকির অভিযোগে গুলশান থানায় জিডি


৮ জুলাই ২০১৯ ১৯:০২ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ১৯:১০

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদকে টেলিফোনে হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থানায় জিডি করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুরে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আক্তার।

জিডিতে তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ অসুস্থ থাকায় শাহাতা জারাব এরশাদ এরিককে দেখাশোনার দায়িত্ব বর্তায় আমার ওপর। কারণ আমি হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের একজন পরিচালক। যেহেতু এরিককে কে বা কারা হুমকি দিয়েছে তাই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করছি।

এ বিষয়ে গুলশান থানার এসআই ও জিডির তদন্তকারী কর্মকর্তা জিয়া উদ্দিন বলেন, জিডির বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সারাবাংলা/ইউজে/এমআই

এরিক এরশাদ জিডি হুমকি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর