ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে গ্রিসের নতুন প্রধানমন্ত্রী
৮ জুলাই ২০১৯ ১৮:২৬ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ১৮:৫৬
গ্রিসের নব নির্বাচিত ডানপন্থী প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, সব প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে গ্রিস আবার ঘুরে দাঁড়াবে।
রোববার (৭ জুলাই) গ্রিসের নির্বাচনে নিউ ডেমোক্রেসি পার্টি বিজয়ী ঘোষিত হবার পর তিনি এ প্রতিক্রিয়া জানান। খবর বিবিসি।
এর আগে এলেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন সিরিজা পার্টিকে পরাজিত করে তাদের চার বছরের রাজত্বের অবসান ঘটায় কিরিয়াকোসের নিউ ডেমোক্রেটিক পার্টি। সোমবার (৮ জুলাই) তার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।
এই নির্বাচনে বামপন্থী সিরিজা পার্টি ৩১ দশমিক ৫৩ শতাংশ এবং ডানপন্থী নিউ ডেমোক্রেসি পার্টি ৩৯ দশমিক ৮৫ শতাংশ ভোট পেয়েছে। আন্তর্জাতিক বেইল আউটের পর থেকেই গ্রিসে সিরিজা পার্টি জনপ্রিয়তা হারাতে শুরু করে পরে বেকারত্বের হার বৃদ্ধি। এরপর অর্থনীতি সংকুচিত হবার পর তাদের কফিনে পড়ে শেষ পেরেক।
বিপরীতে নিউ ডেমোক্রেসি পার্টি কর কমানো, পাবলিক খাতের প্রাইভেটাইজেসন এবং বিনিয়োগকারীদের সঙ্গে পুনরায় আলোচনার মাধ্যমে গ্রিসের অর্থনীতি পুনরায় সচল করে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এসেছিল।
গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী কন্সটান্টিনোস মিতসোতাকিস এর পুত্র কিরিয়াকোস বিবিসিকে বলেন, গ্রিসের জনগণ তার ওপর যে আস্থা রেখেছেন তার প্রতিদান তাকে দিতেই হবে। তিনি হবেন সবার প্রধানমন্ত্রী। কারণ বিভক্তি গ্রিসের ঐতিহ্য নয়।
এদিকে সিরিজা পার্টির প্রধান এবং সদ্য সাবেক প্রধানন্ত্রী এলেক্সিস সিপ্রাস বলেছেন, তিনি জনগণের রায় মেনে নিয়েছেন এবং কিরিয়াকোসকে অভিনন্দন জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
ইউরোপীয় কমিশনের বিদায়ী প্রেসিডেন্ট জ্যা কল্ডে জাঙ্কার এই স্পষ্ট বিজয়ে নিউ ডেমোক্রেটিক পার্টি এবং কিরিয়াকোসকে অভিনন্দন জানিয়েছেন।
সারাবাংলা/একেএম/এমআই
এলেক্সিস সিপ্রাস কিরিয়াকোস মিতসোতাকিস গ্রিস নিউ ডেমোক্রেসি পার্টি নির্বাচন সিরযা পার্টি