Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে পাহাড় ধস, ২ জনের মৃত্যু


৮ জুলাই ২০১৯ ১৪:৩০ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ১৫:১২

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড় ধসে নারী ও তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুর ১২টার পর উপজেলার কেপিএম কলাবাগান এলাকার মালিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাহমিনা বেগম (২৫) ও সূর্য মল্লিক (৩)।

রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, রোববার রাত থেকে প্রবল বর্ষণ শুরু হলে সোমবার সকাল ১২টার দিকে কাপ্তাই উপজেলার কলাবাগানের মালি কলোনির দুইটি ঘর পাহাড় ধসে ভেঙে যায়। এসময় ঘরের ভেতরে থাকা সুনীল মল্লিকের পরিবারের মধ্যে সূর্য মল্লিক (৩) ও গফুর মিয়ার পরিবারের তাহমিনা বেগম ছাড়া বাকি সবাই বের হতে সক্ষম হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়ে সূর্য মল্লিকের মৃতদেহ উদ্ধার করে। পরে তাহমিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে যাওয়া চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, পাহাড়ধসে এক শিশু ও নারী মারা গেছে।

এদিকে, পাহাড় ধসের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহমেদ রাসেল।

সারাবাংলা/এমও

পাহাড় পাহাড় ধস রাঙামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর