Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরকিয়া সংক্রান্ত ৪৯৭ ধারা কেন অবৈধ নয়: হাইকোর্ট


৮ জুলাই ২০১৯ ১৩:৪৬ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ১৬:৫৭

ঢাকা: পরকীয়া অপরাধের সাজা সংক্রান্ত দণ্ডবিধির ৪৯৭ ধারা কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৮ জুলাই) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী তিন সপ্তাহের মধ্যে আইন সচিব ও লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১১ ফেব্রুয়ারি অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টে রিট দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

রিটে ৪৯৭ ধারা কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না রুল জারির আর্জি জানানো হয়। এছাড়া রিটে ৪৯৭ ধারা সংশোধনের নির্দেশনার জানানো হয়।

পরে অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, দণ্ডবিধির ৪৯৭ ধারা অনুযায়ী কোনো স্ত্রী পরকীয়া করলে যার সাথে পরকীয়া করবে শুধু সেই ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। অথচ স্ত্রীর বিরুদ্ধে স্বামীর কিছুই করার নেই। একইভাবে স্বামী পরকীয়া করলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে বা যার সাথে পরকীয়ায় জড়িত হবে তার বিরুদ্ধে কোনো প্রতিকার পাবেন না।

উপরন্তু স্বামী যদি কোনো বিধবা বা অবিবাহিত নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং স্ত্রী যদি স্বামীর অনুমতি সাপেক্ষে পরকীয়ায় জড়িত হন, তা আইনত বৈধ। আইনটি সংবিধানের ২৭,২৮ও ৩২ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। এ কারণে আইনটি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।

সারাবাংলা/এজেডকে/জেএএম

টপ নিউজ পরকীয়া সংক্রান্ত আইন হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর