গাজীপুরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
৮ জুলাই ২০১৯ ১২:০৯ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ১২:৪১
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম শুভ আহম্মেদ (১৫)। রোববার (৭ জুলাই) দিনগত রাত ২টার দিকে বিসিক ফকির মার্কেটে এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, শুভ স্থানীয় ফিউচার মেথ স্কুলের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বড়কুমলী গ্রামের রাজু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার রাত ২টার দিকে বিসিকের শাখা রাস্তায় শুভকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সারাবাংলা/এমএইচ