ভারতে বাস খাদে পড়ে ২৯ জনের মৃত্যু
৮ জুলাই ২০১৯ ১০:৩৯ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ১২:০০
ঢাকা: ভারতে দিল্লির কাছে যমুনা এক্সপ্রেস ওয়েতে বাস দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ যাত্রী। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানায়, বাসটি লখনউ থেকে দিল্লির পথে যাচ্ছিলো। পথে যমুনা এক্সপ্রেস ওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট নিচে ড্রেনে পড়ে যায়। এখন পর্যন্ত ১৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ধারণা করছে ভোরের দিকে বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। এখন পর্যন্ত ২৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় খুবই শোকাহত। হতাহতদের পরিবারের লোকেরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পায়, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি।
সারাবাংলা/এমএইচ