Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলে প্রাণ গেল ২ যুবকের


৮ জুলাই ২০১৯ ০৯:৩০ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ১০:১৯

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহীর মৃত্যু হয়েছ। এ সময় আরেক আরোহী আহত হয়েছেন। রোববার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বয়াতীবাড়িতে এই দুর্ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- উপজেলার পশ্চিম খান্দুলীর গ্রামের ফজর আলীর ছেলে সাগর হোসেন (২৭) ও বরগুনা জেলার কালাইচর এলাকার খায়রুল আলমের ছেলে শাহাজাদা (২৫)।

বিজ্ঞাপন

আহত হলেন বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের আব্দুল হকের ছেলে লাভলু হক (১৮)। তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মোটরসাইকেলে কাজীবাকাই থেকে কালকিনির উদ্দেশে রওনা হন সাগর, শাহাজাদা ও লাভলু। মোটরসাইকেলটি বয়াতীবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. গোলাম কিবরিয়া জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এমএইচ

মাদারীপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর