Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অচিরেই নবম সংবাদপত্র মজুরি বোর্ড ঘোষণা: তথ্যমন্ত্রী


৮ জুলাই ২০১৯ ০৪:৫২

জাতীয় সংসদ ভবন থেকে: অচিরেই নবম সংবাদপত্র মজুরি বোর্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৭ জুলাই) একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ডের জন্য এরইমধ্যে রিপোর্ট জমা দেয়া হয়েছে। রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে কমিটির সবাইকে নিয়ে সভা করা হয়েছে। অচিরেই নবম সংবাদপত্র মজুরি বোর্ড ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণমাধ্যমবান্ধব সরকার অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৩ ঘোষণার মাধ্যমে সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়েছে। ইতোমধ্যে ১৬৭টি পত্রিকায় ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়িত হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট নবম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করা হয়েছে। পাশপাশি সকল সংবাদপত্রের কর্মীরদের ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘ঢাকাসহ সারাদেশে নিবন্ধনকৃত পত্রিকা রয়েছে ৩ হাজার ১২৮টি। এসব পত্রিকার মধ্যে যারা নীতিমালা অনুসরণ করে পত্রিকা প্রকাশ করছে না, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) তাদের মিডিয়া তালিকাভুক্তি বাতিল করতে পারে।’

সরকারি দলের আরেক সদস্য মো. আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকারি বেতারের সংখ্যা ১৪টি। আরও ২৮টি বেসরকারি এফএম বেতার কেন্দ্রের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। এরমধ্যে ২৩টি এফএম বেতার কেন্দ্রের সম্প্রচার চলমান রয়েছে। এছাড়া ৩২টি কমিউনিটি রেডিওকে লাইসেন্স দেয়া হয়েছে। এরমধ্যে ১৭টি কমিউনিটি রেডিওর সম্প্রচার চলমান রয়েছে। আবেদনের প্রেক্ষিতে একটি কমিউনিটি রেডিওর লাইসেন্স বাতিল করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/ওএম

একাদশ জাতীয় সংসদ অধিবেশন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নমব ওয়েজ বোর্ড সংবাদপত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর