রাজধানীতে চলতি মাসেই টিকিট সিস্টেমে চলবে বাস: সাঈদ খোকন
৮ জুলাই ২০১৯ ০৪:২০ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ০৮:০৮
ঢাকা: সকল কার্যক্রম সম্পন্ন করে চলতি মাসের মধ্যেই টিকিট সিস্টেমে যাত্রীবাহী বাস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পাশপাশি চলতি মাসের মধ্যেই পুরান ঢাকাতে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলেও জানান তিনি।
রোববার (০৭ জুলাই) বাস রুট রেশনালাইজেশন কমিটির দশম সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ডিএসসিসির মেয়র।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘পরিবহনের শৃঙ্খলা ফেরাতে গঠিত কমিটির দশম সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি এ মাসের মধ্যেই টিকিট সিস্টেমে গণপরিবহন চালু করবো। প্রাথমিকভাবে এটি শুরু হবে মোহাম্মদপুর থেকে মতিঝিল রুটে। পর্যায়ক্রমে অন্যান্য রুটেও এটি শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আমাদের যে লক্ষ্য, টিকিট সিস্টেম সেটিরই একটা অংশ। আমরা সিদ্ধান্ত নিয়েছি মোহাম্মদপুর ঘাটারচর থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত ২২টি রুটের সকল বাস কোম্পানিকে একটি রুটে এবং একটি কোম্পানির আওতায় এনে বাস পরিচালনার কার্যক্রম শুরু করা হবে। এরপর আরও পাঁচটি কোম্পানিসহ মোট ছয়টি কোম্পানির আওতায় যে বাস পরিচালনা করা হবে সেটিও বাস্তবায়ন করবো। প্রাথমিকভাবে আগামী এক সপ্তাহের মধ্যে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত মতিঝিল হয়ে যেসব বাস চলাচল করে, সেগুলোর মালিকদের সঙ্গে সমন্বয় করে সকল বাসকে একটি রং-এ আনার বিষয়ে আলোচনা করা হবে। পরবর্তী তারিখের সভায় এটির অগ্রগতির ব্যাপারে জানানো হবে।’
মেয়র বলেন, ‘আমরা ইতোমধ্যে আজিমপুর, মতিঝিল এবং উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি চলতি মাসের মধ্যেই পুরান ঢাকার বাবুবাজার থেকে আমুলিয়া মডেল টাউন, স্টাফ কোয়ার্টার এবং রামপুরা ব্রিজ হয়ে মগবাজার পর্যন্ত চক্রাকার বাস চালু করবো। এর মধ্যে দিয়ে রাজধানীতে গণপরিবহনের যে বিশৃঙ্খলা সেটি নিয়ন্ত্রনে আসবে বলে আমরা মনে করি।’
৭ জুলাই থেকে প্রধান সড়কে রিকশা তুলে দেয়ায় স্বল্প দূরত্বের যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে কি না? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমি নিজে ব্যক্তিগতভাবে কুড়িল, রামপুরা, মালিবাগ, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় সরাসরি গিয়ে দেখেছি রিকশা না থাকলেও তেমন দুর্ভোগ হচ্ছে না। কারণ আমাদের যে ফুটপাত সেটিও ব্যবহার উপযোগী। আবার এ রুটগুলোতেও রয়েছে পর্যাপ্ত বাস। আজিমপুর থেকে নিউমার্কেটের মতো স্বল্প দূরত্বে মাত্র দশ টাকা ভাড়ায় বিআরটিসির চক্রাকার বাস পাওয়া যাচ্ছে। আবার নিউমার্কেট থেকে সাইন্সল্যাব পর্যন্ত আরেকটা স্টপেজ আছে। তবে কোথাও কোথাও ফুটপাত বেদখল রয়েছে। এগুলো দখলমুক্ত করতে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আজ থেকে মাঠে নেমেছেন।’
সারাবাংলা/এসএইচ/ওএম