Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামীণফোনের ব্যান্ডইউথ হ্রাস: বিঘ্ন ঘটতে পারে ইন্টারনেট সেবায়


৮ জুলাই ২০১৯ ০২:৫৬ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ০৭:৪৪

ঢাকা: বকেয়া পাওনা আদায়ের জন্য ইন্টারনেট ব্যান্ডইউথ ৩০ শতাংশ কমিয়ে দেয়ায় বিটিআরসির নির্দেশনার প্রতিবাদ জানিয়েছে গ্রামীণফোন (জিপি) । ব্যান্ডউইথ হ্রাস করার ফলে তাদের ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (৭জুলাই) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানায় গ্রামীণফোন।

অমীমাংসিত অডিট পাওনা আদায়ের জন্য চাপ তৈরি করতে নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক আইআইজি অপারেটরদের দেওয়া এমন নির্দেশনাকে অনাকাঙ্খিত বলে আখ্যায়িত করেছে গ্রামীণফোন। অপারেটরটির কর্মকর্তাদের মতে, এমন পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি এবং এমন অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হবে তারা।

এ বিষয়ে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, ‘এই নির্দেশনা বাংলাদেশের জনগণ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করবে। আমরা বিটিআরসিকে এই নির্দেশনা তুলে নেওয়ার অনুরোধ করছি এবং শালিস আইন-২০০১ এর অধীনে অমীমাংসিত অডিট দাবির নিষ্পত্তিতে সহযোগিতার অনুরোধ করছি।’

এর আগে অমীমাংসিত অডিট দাবির গঠনমূলক নিষ্পত্তির জন্য গ্রামীণফোনের পক্ষ থেকে বিটিআরসি’কে একটি সালিশ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের বিষয়ে এখন পর্যন্ত নীরব ভুমিকা পালন করছে বিটিআরসি।

গ্রামীণফোন সবসময়ই আইন মেনে চলে (কমপ্লায়েন্ট) উল্লেখ করে মাইকেল ফোলি আরও বলেন, ‘২০১৫ সাল থেকেই জিপি দেশের সবচেয়ে বড় কর্পোরেট করদাতা হিসেবে স্বীকৃত।’

এদিকে, গ্রাহকদের পাঠানো মুঠোফোন বার্তায় গ্রামীণফোন জানিয়েছে, ‘গ্রামীণফোনের ব্যান্ডউইথ কমাতে সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে বিটিআরসি। এতে ইন্টারনেট সেবা কিছুটা বিঘ্নিত হতে পারে। এ সমস্যার জন্য আমরা দুঃখিত। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে বিটিআরসি’কে অনুরোধ করেছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/ওএম

গ্রামীণফোন বিটিআরসি ব্যান্ডউইথ হ্রাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর