Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাম্প্রতিক হত্যাকান্ডে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ’


৮ জুলাই ২০১৯ ০২:১৬

জাতীয় সংসদ ভবন থেকে: সম্প্রতি বরগুনায় রিফাত হত্যাকান্ডসহ গত এক মাসে ২২টি হত্যাকান্ডের ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংরক্ষিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (৭ জুলাই) বিকেল সংসদ অধিবেশনে জরুরী জন গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) আওতায় নোটিশ উত্থাপনকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যেকোন হত্যাকান্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা না আসা পর্যন্ত সেদিকে প্রশাসনের তেমন কোন মনোযোগ থাকে না। পুলিশ প্রশাসন আর আদালত যদি তাদের নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতো, তাহলে এভাবে বিচার চাওয়ার প্রয়োজন হতো না।’

রুমিন ফারহানা বলেন, ‘ঘটনা ঘটলেই এখন দেখতে পাই ভিক্টিমের পরিবার প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছে। প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগের প্রধান। বিচার করার জন্য আইন আদালত আর বিচার বিভাগ আছে। প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে হবে কেন?’

তিনি বলেন, ‘সম্প্রতি বরগুনায় রিফাত হত্যাকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর প্রধানমন্ত্রী খুনিদের ধরার নির্দেশ দিয়েছেন। অথচ অপরাধী ধরার কথা পুলিশের এবং এটা তাদের রুটিন কাজ। এজন্য তারা জনগণের টাকায় বেতন পেয়ে থাকেন। রিফাত সৌভাগ্যবান, কারণ তার হত্যার ভিডিও ফেসবুকে এসেছে। গত এক মাসে আরও ২২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে কিন্তু তাদের খুনিদের ধরতে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। সাগর-রুনি হত্যাকান্ডের সাত বছর পেরিয়ে গেছে, তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় ৬৫ বার পিছিয়েছে। সম্ভাবত এই হত্যার সাথে এমন সব ক্ষমতাসীনরা জড়িত, যাদের ধরার ক্ষমতা সরকারের নেই। বিশ্বজিৎ হত্যাকান্ড ছিল বিভৎস একটি ঘটনা। ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে মূল আসামীরা মৃত্যুদন্ডের বাইরেই থেকে গেছে। ইতোমধ্যে খবর এসেছে, রিফাত হত্যাকারীদের রক্ষার জন্য বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সহ সভাপতি অত্যন্ত তৎপর আছেন। জনগণের ম্যান্ডেটবিহীন সরকার পুলিশকে পুরোপুরি দলীয় করণ করেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/ওএম

একাদশ জাতীয় সংসদ অধিবেশন পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ব্যারিস্টার রুমিন ফারহানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর