Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথ্যা ও বিব্রতকর তথ্য প্রচারে ব্যবস্থা গ্রহণ: তথ্য প্রতিমন্ত্রী


৮ জুলাই ২০১৯ ০১:২৩

জাতীয় সংসদ ভবন থেকে: সংবাদ প্রচারে কোথাও বিশেষ বাঁধা দেওয়া না হলেও ইলেকট্রনিক, প্রিন্ট আর অনলাইন মিডিয়ায় সার্বক্ষনিক নজরদারি ও তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

রোববার (৭ জুলাই) সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আবু জাহিরের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোথাও বিভ্রান্তকর, বিব্রতকর, অসত্য বা মিথ্যা তথ্য প্রচার করলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিভ্রান্তিকর সংবাদ প্রচার বা প্রকাশের পর আমাদের নজরে আসার সাথে সাথেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি, আগামীতেও করব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে ৫৭ ধারা ইতোমধ্যে প্রবর্তিত হয়েছে। বিব্রতকর ও অসত্য তথ্য যারা পরিবেশন করে, আমরা প্রচলতি আইনের ধারা অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করে থাকি।’

জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকার সাংবাদিকদের কল্যাণে অত্যন্ত তৎপর ও আন্তরিক। এরইমধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডের জন্য ২০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।’

সংবাদ প্রচারে কোনো বাঁধা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তথ্য প্রকাশ বা প্রচারের ক্ষেত্রে বিশেষ বাঁধা আছে বলে মনে করিনা’।

জয়েন্ট স্টোক কোম্পানির মাধ্যমে সংবাদপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘জয়েন স্টোক কোম্পানির পৃষ্ঠপোষকতায় বা সহযোগিতায় পত্রিকা বা সংবাদপত্র প্রকাশের কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। কোন আবেদন প্রস্তাব করা হলে প্রয়োজনীয় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/ওএম

অসত্য ও বিব্রতকর তথ্য একাদশ জাতীয় সংসদ অধিবেশন তথ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর