কাঁঠালের ভেতর ইয়াবা: স্ত্রীসহ রেল পুলিশ কর্মকর্তা কারাগারে
৭ জুলাই ২০১৯ ১৯:৫৯ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ২০:০০
ঢাকা: কাঁঠালের ভেতরে ইয়াবা রেখে পাচারের সময় গ্রেফতার হওয়া রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা এবং তার স্ত্রীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৭ জুলাই) দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম আল মামুন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- রেল পুলিশের টিএসআই বাবুল খন্দকার ও তার স্ত্রী শিউলি বেগম।
গত ৪ জুলাই আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বাবলু খন্দকার নড়াইলের লোহাগড়া থানার মাইগ্রামের মৃত খালেক খন্দকারের ছেলে। শিউলি বেগম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার তালতলা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
৩ জুলাই রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই রেল পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে গ্রেফতার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) সদস্যরা। তাদের সঙ্গে থাকা কাঁঠাল ভেঙে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব-৪ এর পুলিশ পরিদর্শক কবির উদ্দিন গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।
সারাবাংলা/এআই/এমএইচ