Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন


৭ জুলাই ২০১৯ ১৯:২২

মাগুরা: মাগুরার সদর উপজেলায় লিসান আহম্মেদ (১৮) নামে এক কলেজছাত্রকে সোহেল নামে স্থানীয় এক যুবক ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৭ জুলাই) দুপুরে উপজেলার শিবরামপুর মর্ডান মোড়ে এ ঘটনা ঘটে।

লিসানকে ঠেকাতে গিয়ে দিপু নামে আরেক কলেজছাত্র আহত হয়েছেন। তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লিসান সদরের আঠারোখাদা মঠবাড়ি গ্রামের রফিকুল ইসলাম ফকিরের ছেলে। তিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। হামলাকারী সোহেল শিবরামপুর গ্রামের টিপু মোল্লার ছেলে।

আহত দিপু জানান, দুপুরে লিসান ও তার বন্ধুরা মিলে একাধিক মোটরসাইকেল নিয়ে শহরতলীর শিবরামপুর মর্ডান মোড় এলাকায় ঘুরতে যান। এসময় সোহেল নামে স্থানীয় এক যুবক লিসানের মোটরসাইকেলটি গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক লিসানের পেটে ছুরিকাঘাত করেন। পেছন থেকে তিনি লিসানকে বাচাঁতে গেলে তাকেও সোহেল ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাদের দুইজনকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা লিসানকে মৃত ঘোষণা করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পুলিশ ঘাতক সোহেলকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

সারাবাংলা/এমএইচ

কলেজছাত্র খুন মাগুরা

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর