শাহজালালে আমদানী নিষিদ্ধ সিগারেটসহ আটক এক
৭ জুলাই ২০১৯ ১৮:২৮ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ১৮:৩০
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেটসহ এক জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (৭ জুলাই) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন।
তিনি জানান, গতকাল রাত ১টার দিকে আগমনী ক্যানোপি-১ থেকে মো. আব্দুল্লাহ আল মামুন (৩১) কে ৩৩৪ কার্টন সিগারেটসহ আটক করা হয়। আটক মামুন অ্যামিরেটস এয়ারের একটি বিমানে (ইকে-৫৮৪) ঢাকায় আসেন। তিনি এই সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেন। আটক সিগারেট ইজি স্পেশাল গোল্ড এবং বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের।
আলমগীর হোসেন আরও জানান, আটক মামুন চট্টগ্রাম জেলার রাউজান থানার ফতেহনগরের ৪ নাম্বার ওয়ার্ডের আবুল হাসনাত মনিরের পুত্র। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এসজে/এমআই