Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসিপ্লিন ব্রেক করার লাগাম টেনে ধরতে চাই: ওবায়দুল কাদের


৭ জুলাই ২০১৯ ১৮:৪২

ঢাকা: আওয়ামী লীগে সাংগঠনিক সংকট ও অস্থিরতা নিরসনে দলের হাইকমান্ড কাজ করে যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৭ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী নেতাদের কি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ডিসিপ্লিন ব্রেক করার আস্কারা পেলে এর প্রবণতা বাড়বে। তাই আমরা এটির লাগাম টেনে ধরতে চাই। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সে জন্য আমরা নেত্রীর কাছে সম্পাদকমণ্ডলির বৈঠকের আগে কথা বলেছি। পরবর্তী ওয়ার্কিং কমিটির মিটিংয়ের আগেই আমাদের সভাপতিতে অবহিত করব। এটিই আমাদের সিদ্ধান্ত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী দিনগুলোতে একদিকে যেমন হিউজ অপরচ্যুনিটি তেমনি ডোন্ট টু চ্যালেঞ্জিং রয়েছে। এই অপরচ্যুনিটিজগুলোকে আমরা আরও সম্ভাবনা ও সমৃদ্ধিতে রূপান্তর করতে চাই। সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করে দলকে কীভাবে আরও শক্তিশালী করা যায় এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দলের সাংগঠনিক পর্যায়ে আমাদের কিছু সমস্যা আছে। আমাদের কোথাও কোথাও সম্মেলন হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলনের আয়োজন করা হবে। বিভিন্ন নির্বাচনে দলের প্রার্থীদের বিরুদ্ধে কোথাও কোথাও দলীয় অন্য প্রার্থীরা বিদ্রোহ করেছে। ফলের দলের কিছুটা হলেও সংকট তৈরি হয়েছে। এ সব সংকট নিরসনে আমরা কাজ করতে চাই।’

আগামী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের আগে এ বিষয়গুলো আমরা আমাদের নেত্রীকে অবহিত করতে চাই বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বামজোটের আধাবেলা হরতাল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের পক্ষ থেকে এ হরতালে কোনো সাড়া নেই। হরতালেও রাজধানীতে যানজটের চিরাচরিত রূপ দেখা গেছে।’

কাদের বলেন, ‘হরতালের মাধ্যমে এখন আর গণআন্দোলনে জনগণের সাড়া মিলে না। হরতাল নামক অস্ত্রটিতে মরিচা পড়ে গেছে। দেশের জনগণ বাস্তবতা বুঝে হরতালে সাড়া দেয়নি।’

গ্যাসের মূল্য বৃদ্ধিতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধিতে ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে এটি ভেবে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি, সঠিকভাবে বাস্তবসম্মত, সার্বিক বিষয় মাথায় রেখেই।’

এছাড়াও সম্পাদকমণ্ডলীর সভায় শোকের মাস আগস্ট উপলক্ষে কর্মসূচি পালন নিয়েও আলোচনা করা হয় বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, একে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, আজমত উল্লা, মারুফা আক্তার পপি, পারভীন জামান কল্পনাসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমএইচ/একে

আওয়ামী লীগ ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর