Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদের সুস্থতা কামনায় জাপা কার্যালয়ে দোয়া


৭ জুলাই ২০১৯ ১৭:২৭

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুলাই) সকালে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ওলামা পার্টি এ দোয়ার আয়োজন করে।

দোয়া শেষে সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন, গতকাল শনিবার (৬ জুলাই) যেরকম ছিল, অবস্থা সেরকমই আছে। অবস্থার অবনতি হয়নি। কোনো কোনো ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।’

জি এম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদকে আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরও তিনি সুস্থ হয়ে উঠছেন না। এখন দোয়াই একমাত্র পথ।’ এছাড়া এরশাদের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

তিনি বলেন, ‘আল্লাহতালা চাইলে সব সম্ভব। তাই সবাই এরশাদের জন্য দোয়া করবেন।’

সংগঠনের সভাপতি ক্বারী মো. হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন ও ভাইস চেয়ারম্যান নুরুর ইসলাম নুরুসহ অনেকে।

সারাবাংলা/এমএমএইচ/এমআই

এরশাদ জি এম কাদের দোয়া সুস্থতা কামনা