Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেক্স ট্রাফিকিংয়ের অভিযোগে যুক্তরাষ্ট্রে বিলিওনিয়ার গ্রেফতার


৭ জুলাই ২০১৯ ১৭:১২

জেফরি এপস্টাইন

সেক্স ট্রাফিকিং বা যৌনতার জন্য মানব পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিলিওনিয়ার জেফরি এপস্টাইনকে (৬৬) গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। ২০০০ সালের দিকে আনা অভিযোগে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৭ জুলাই) ডেইলি মেইলে প্রকাশিত খবরে একথা বলা হয়েছে। জেফরিকে সোমবার (৮ জুলাই) আদালতে হাজির করা হবে। বিগত কিছু মাস যাবত পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট জেফরি এপস্টাইনের বিরুদ্ধে তদন্ত করছে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৬ জুলাই) ফ্রান্স থেকে নিউ জার্সি বিমান বন্দরে ব্যক্তিগত জেটে অবতরণের সঙ্গে সঙ্গে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা জেফরি এপস্টাইনকে গ্রেফতার করে।

একই সময় অভিযান চালানো হয় জেফরির বাড়িতে। ১০-১৫ জন এফবিআই ও নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্য জোরপূর্বক বাড়িতে প্রবেশ করেন। ওই বাড়ির গার্ড জানান, মাসে দু-একবার এপস্টাইন এ বাড়িতে আসতেন।

সারাবাংলা/এনএইচ

বিলিওনিয়ার গ্রেফতার যুক্তরাষ্ট্র যৌন অপরাধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর