সচিবালয়ের ৬ নং ভবনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ
৭ জুলাই ২০১৯ ১৬:৫৪ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ২০:২১
ঢাকা: প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন লাগলে তা দ্রুতই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রোববার (৭ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ৬ নম্বর ভবনে আগুন লাগে।
ওই ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অফিস রয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সারাবাংলা/এমআই