২ সপ্তাহের মধ্যে ওয়াসার পদক্ষেপ জানতে চান আদালত
৭ জুলাই ২০১৯ ১৪:২৮ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ১৪:৪৩
ঢাকা: পরীক্ষা কমিটির প্রতিবেদন অনুযায়ী ওয়াসা পানি পরিশোধনে কী পদক্ষেপ নিয়েছে তা আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ওয়াসার পানি পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পর রোববার (৭ জুলাই) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে চারটি জোন এবং সায়েদাবাদ ও চাঁদনীঘাট এলাকা থেকে সংগৃহীত ৮টি নমুনাতে পানি দুষণের তথ্য পায় পরীক্ষা কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন আজ রোববার আদালতে দাখিল করেন একজন সহকারী অ্যাটর্নি জেনারেল। পরে প্রতিবেদনের ভিত্তিতে ওয়াসা পানি পরিশোধনে কি পদক্ষেপ নিয়েছে তা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দেন আদালত। এসময় রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ জুলাই ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে চারটি জোন এবং সায়েদাবাদ ও চাঁদনীঘাট এলাকা থেকে সংগৃহীত ৮টি নমুনাতে পানিতে দুষণের তথ্য প্রতিবেদন আকারে অ্যাটর্নি জেনারেল কার্যলয়ে দাখিল করা হয়। প্রতিবেদনে এইসব এলাকার পানিতে ব্যাকটেরিয়া, উচ্চমাত্রার অ্যামোনিয়া পাওয়া গেছে এবং কিছু কিছু নমুনাতে মলের অস্তিত্ব পাওয়া গেছে বলে তথ্য উঠে আসে।
গত ২১ মে এক আদেশে ঢাকা ওয়াসার পানির উৎস, ১০টি বিতরণ জোন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ১০টি ঝুঁকিপূর্ণ স্থান এবং দৈবচয়নের ভিত্তিতে ১০টি স্থান থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় ৩৪টি স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করে তা আইসিডিডিআরবি, বুয়েট ও ঢাবি অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮টি নমুনাতে দূষণ পাওয়া গেছে।
২০১৮ সালের ১১ অক্টোবর বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, দেশের সাড়ে সাত কোটি মানুষ অনিরাপদ উৎসের পানি পান করে। ৪১ শতাংশ পানির নিরাপদ উৎসগুলোতে রয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। ১৩ শতাংশ পানিতে রয়েছে আর্সেনিক। পাইপের মাধ্যমে সরবরাহ করা পানিতে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি সবচেয়ে বেশি, যা প্রায় ৮২ শতাংশ। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে সে প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী তানভীর আহমেদ।
এরপর ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ নভেম্বর রাজধানী ঢাকায় পাইপের মাধ্যমে সরবরাহকৃত ওয়াসার পানি পরীক্ষার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করতে নির্দেশ দেন হাইকোর্ট।
সারাবাংলা/এজেডকে/পিটিএম