শিশু সামিয়া ধর্ষণ ও হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার
৭ জুলাই ২০১৯ ১৩:২২ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ১৫:৩৮
ঢাকা: রাজধানীর ওয়ারী থানার বনগ্রাম এলাকায় শিশু সামিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম হারুন অর রশীদ।
রোববার (৭ জুলাই) সকাল ১০ টার দিকে রাজধানী থেকে হারুনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, হারুন ওই ভবনের সাত তলায় ভাইয়ের বাসায় থাকতেন। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে বিস্তারিত জানাতে বেলা ২ টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই সব জানানো হবে।
শিশু সামিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা
শুক্রবার (৫ জুলাই) রাত ৯ টার দিকে রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকায় বহুতল ভবনের ৯ তলার খালি ফ্ল্যাট থেকে সামিয়া আক্তার সায়মার (৭) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার (৬ জুলাই) দুপুরে সামিয়ার বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারী থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ করে একটি মামলা দায়ের করেন।
সারাবাংলা/ইউজে/এসএমএন