Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভেচ্ছা সফরে ১৫ ভারতীয় সেনা কর্মকর্তা সস্ত্রীক বাংলাদেশে


৭ জুলাই ২০১৯ ১২:৫২

ভারতীয় সেনাবাহিনীর ১৫ জন তরুণ কর্মকর্তা সাতদিনের শুভেচ্ছা সফরে সস্ত্রীক বাংলাদেশে এসেছেন। সফরে তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি পরিদর্শন করবেন দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা।

শনিবার (৬ জুলাই) ভারতের কলকাতা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি বিমানে ঢাকায় পৌঁছে দলটি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

এর আগে ২০১৮ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন তরুণ কর্মকর্তা শুভেচ্ছা সফরে সস্ত্রীক ভারতে গিয়েছিলেন। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এবার ভারতীয় সেনাবাহিনীর তরুণ ১৫ অফিসার নিজেদের স্ত্রীদের নিয়ে বাংলাদেশে এসেছেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরণের সফরের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক সম্পর্ক আরও বেগবান হবে।

সারাবাংলা/এসএমএন

এভিয়েশন বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর