Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরতালের সমর্থনে জাবির সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ


৭ জুলাই ২০১৯ ১১:২৮

জাবি: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে দুই দফা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল ছাত্রজোট।

রোববার (৭ জুলাই) জাবির জয়বাংলা গেইটসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রথম দফা অবরোধ চলে। পরে সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফের অবরোধ করে রাখেন তারা।

অবরোধ চলাকালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) জাবি’র সভাপতি মাহাথির মোহাম্মদ বলেন, ‘গ্যাস বাংলাদেশের প্রধান জ্বালানি। এই গ্যাসের দাম বাড়লে পোশাক ও খাবারসহ সবকিছুরই দাম বৃদ্ধি পাবে। জীবনযাত্রা কঠিন হয়ে যাবে।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি’র সভাপতি নজির আমিন চৌধুরী জয় জানান, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট এই অবরোধ কর্মসূচি পালন করছে।

সারাবাংলা/পিটিএম

অবরোধ জাবি ঢাকা-আরিচা মহাসড়ক

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর