Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাসের দাম বৃদ্ধি: আজ সারাদেশে আধাবেলা হরতাল


৭ জুলাই ২০১৯ ০৫:৫৭ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ০৮:৫১

ঢাকা: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার (৭ জুলাই) সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দেশব্যাপী আধাবেলা হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

এর আগে শনিবার (৬ জুলাই) হরতাল কর্মসূচি সফল করতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল করেন দলটির নেতাকর্মীরা। পাশপাশি হরতালের সমর্থনে মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং প্রগতিশীল ছাত্র জোট। আর বাম দলের ডাকা এই হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। পাশাপাশি খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও এনডিপি এই হরতালে সমর্থন জানিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১ জুলাই) সকাল ১১টায় গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে কর্মসূচি নিতে বৈঠকে বসে বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পর্ষদ। বৈঠক শেষে জানানো হয়, সরকারের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। এর প্রতিবাদে ৭ জুলাই সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

ওই দিন বিকেলে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ করে একাধিক বাম সংগঠন। সভা-সমাবেশ থেকে তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেন। নিজের অধিকার আদায়ে দেশের সর্বস্তরের মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

রোববার (৩০ জুন) গৃহস্থালি ও বাণিজ্যিকসহ সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, সব ধরনের গ্যাসের দাম গড়ে বেড়েছে ৩২ দশমিক ৮০ শতাংশ।

বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, ১ জুলাই থেকে রান্নাঘরে ব্যবহৃত এক বার্নারের চুলার জন্য গ্যাসের বিল দিতে হবে ৯২৫ টাকা, যা আগে দিতে হতো ৭৫০ টাকা। আর দুই বার্নারের চুলার জন্য গ্যাসের বিল দিতে হবে ৮০০ টাকার জায়গায় ৯৭৫ টাকা। এছাড়া, সিএনজি অটোরিকশায় ব্যবহৃত গ্যাসের দাম করা হয়েছে ৪৩ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ওএম

অর্ধবেলা বাম গণতান্ত্রিক জোট হরতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর