গাইবান্ধা থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস
৬ জুলাই ২০১৯ ২২:২৭
গাইবান্ধা: অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদ এবং শ্রমিক ইউনিয়নের সঙ্গে বাস মালিকদের দ্বন্দ্বের জেরে গাইবান্ধা থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস। তবে অভ্যন্তরীণ রুটে বাস চলছে।
শনিবার (৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে ঢাকাগামী আলহামরা পরিবহন, এসআর ট্রাভেলস, শ্যামলী পরিহন, হানিফ এন্টার প্রাইজ, একতা পরিবহন, অরিণ পরিবহনের কাউন্টার।
এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অনেকে বাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউবা আবার ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করছেন।
বাস মালিকদের অভিযোগ, মালিক সমিতির নামে শ্রমিক ইউনিয়ন ঢাকাগামী প্রতিটি চেয়ার কোচ থেকে ৩৬০ টাকা করে চাঁদা নেয়। হঠাৎ তারা ৪৫০ টাকা করে চাঁদা আদায় শুরু করে। এছাড়া পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ রুটে শ্রমিক ইউনিয়নের নেতারা নানা কারণে বাসের স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করে।
গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু নাইম জানান, গোবিন্দগঞ্জে চাঁদার পরিমাণ বাড়ানো হয়নি। বেশি টাকা চাঁদা আদায়ের যে অভিযোগ উঠেছে, তা পলাশবাড়ী, মোকামতলা এবং বগুড়ার শ্রমিকদের বিরুদ্ধে। পলাশবাড়ীতে প্রতি গাড়ি থেকে ৬০ টাকার পরিবর্তে ১২০ টাকা এবং বগুড়ায় ৩শ’ টাকার পরিবর্তে ৪৫০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে।
এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান মিয়া সারাবাংলাকে বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
সারাবাংলা/এটি