সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭,১৫৬ হজযাত্রী
৬ জুলাই ২০১৯ ১৪:৪৪ | আপডেট: ৬ জুলাই ২০১৯ ১৬:২৭
সৌদি আরব: চাঁদ দেখা সাপেক্ষে ২০১৯ সালের ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে। আর পবিত্র এই হজ পালন করতে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৭,১৫৬ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ১,৬৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫,৪৯১ জন।
মক্কায় বাংলাদেশ মিশনের হজ কনসাল মাকসুদুর রহমান জানান, এ বছর বাংলাদেশের প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর পবিত্র হজব্রত পালন করার কথা রয়েছে। এরই মধ্যে হজের সব প্রস্তুতি সম্পন্ন করেছে মক্কায় বাংলাদেশ হজ মিশন। সেইসঙ্গে হাজিদের চিকিৎসাসহ সেবার মান আরও বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া হাজিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম এবং নারী হাজিদের জন্য মহিলা হজকর্মী রাখা হয়েছে।
এদিকে মক্কা ১০৯ মোয়াল্লিম অফিসের চেয়ারম্যান ড. আতিফ হাসান হাফিজ জানান, এবারের হজ ব্যবস্থাপনা আগের বছরগুলোকে ছাড়িয়ে যাবে। এ বছর হজযাত্রার ফ্লাইট শুরু হয় ৪ জুলাই থেকে। আগামী ৫ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট। আর ফিরতি ফ্লাইট চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
সারাবাংলা/পিটিএম