ওয়ারীতে শিশুহত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৬
৬ জুলাই ২০১৯ ১৩:৩২
ঢাকা: রাজধানীর ওয়ারীর বনগ্রামে খালি ফ্ল্যাট থেকে সামিয়া আফরিন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে সামিয়ার বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারী থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ করে একটি মামলা দায়ের করেন। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আজিজুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় সন্দেহজনক ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ’
তিনি আরও জানান, শিশুটিকে ধর্ষণের পরই হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ওয়ারীর বনগ্রামে খালি ফ্ল্যাট থেকে শিশুর মরদেহ উদ্ধার
এর আগে শুক্রবার (৫ জুলাই) রাত ৯ টার দিকে রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকায় বহুতল ভবনের ৯ তলার খালি ফ্ল্যাট থেকে সামিয়া আক্তার সায়মার (৭) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ওই ভবনের ৬ তলায় নিহত শিশু সামিয়া তার পরিবারের সঙ্গে থাকত। সন্ধ্যার দিকে খেলার জন্য ওপরের তলার উদ্দেশে বাসা থেকে বের হয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই ভবনের ৯ তলার খালি ফ্ল্যাটে সামিয়ার মৃতদেহ পাওয়া যায়।
সারাবাংলা/এসএইচ/পিটিএম