ক্যালিফোর্নিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প
৬ জুলাই ২০১৯ ১২:২৭ | আপডেট: ৬ জুলাই ২০১৯ ১২:২৮
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি মরু এলাকায় ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত দুই দশকে এটিই সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প।
বিবিসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রিজ্রেক্রেস্ট শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার গভীরে। যা লস অ্যাঞ্জেলস থেকে ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বে।
লস অ্যাঞ্জেলসের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ভূমিকম্পে কোনো প্রাণহানী ঘটেনি। কেউ আহত হয়েছেন বলেও তাদের কাছে খবর আসেনি। এমনকি শহরের কোথাও কোনো ভবন বা স্থাপনায় সামান্যতম ক্ষতি হয়নি বলেও একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আঘাত হাতে ভূমিকম্পটি। এর আগে বৃহস্পতিবার আঘাত হানা ভূমিকম্পে রাজ্যটির বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এর পরে কিছু আফটার শক আসতে পারে। সেই আফটার শকই শুক্রবার ওই মরু অঞ্চলে আঘাত হানে।
সান এড্রিয়াস ফল্ট লাইনে অবস্থানের কারণে ক্যালিফোর্নিয়া বেশ ভূমিকম্প প্রবণ এলাকা। এই লাইনটি রাজ্যের ভেতর দিয়ে প্রায় ১২০০ কিলোমিটার বিস্তৃত।
সারাবাংলা/এসএমএন