ওয়ারীর বনগ্রামে খালি ফ্ল্যাট থেকে শিশুর মরদেহ উদ্ধার
৬ জুলাই ২০১৯ ১১:৩০ | আপডেট: ৬ জুলাই ২০১৯ ১৩:৩৩
ঢাকা: রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকায় বহুতল ভবনের ৯ তলার খালি ফ্ল্যাট থেকে সামিয়া আক্তার সায়মা (৭) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) রাত ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহত শিশুর বাবা আব্দুস সালাম জানান, তার চার সন্তানের মধ্যে ছোট ছিল সামিয়া। সে একটি স্কুলে নার্সারিতে পড়তো। সন্ধ্যার পর ফ্লাট থেকে বেরিয়ে যাওয়ার সময় ওপরের ফ্লাটে খেলতে যাওয়ার কথা বলে তার মাকে। অনেকক্ষণ বাসায় না আসায় ওপর তলার ফ্লাটে খুঁজতে গেলে তাকে আর পাওয়া যায় না। পরে অনেক খোঁজাখুঁজির পর ৯ তলার খালি ফ্ল্যাটে গলায় রশি দিয়ে বাঁধা ও মুখে রক্তাক্ত অবস্থায় সায়মার মৃতদেহের সন্ধান পাওয়া যায়।
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তার কিছুই জানাতে পারেনি আব্দুস সালাম।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ওই ভবনের ৬ তলায় নিহত শিশু সামিয়া তার পরিবারের সঙ্গে থাকত। সন্ধ্যার দিকে খেলার জন্য ওপরের তলার উদ্দেশে বাসা থেকে বের হয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই ভবনের ৯ তলার খালি ফ্ল্যাটে সামিয়ার মৃতদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
সারাবাংলা/এসআর/পিটিএম