Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় কিশোর গ্রেফতার


৫ জুলাই ২০১৯ ২১:১৩

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় ১১ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামি ১৬ বছর বয়সী অন্তরকে গ্রেফতার করেছে। শুক্রবার (৫ জুলাই) সকালে খোকসা থানায় মামলা দায়ের করেছেন প্রতিবন্ধী শিশুর মা।

ওই শিশুর মা জানান, প্রতিবেশি আমিরুল ইসলামের ছেলে অন্তর তার প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণ করেছে। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসা করার চেষ্টা হয়। কিন্তু তিনি তা মানেননি।

বিজ্ঞাপন

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, পুলিশ অন্তরকে গ্রেফতার করেছে। প্রতিবন্ধী শিশুর শারীরিক পরীক্ষা জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালেও পাঠানো হয়। এছাড়া মামলার আসামি কিশোর হওয়ায় তাকে আদালতের মাধ্যমে শিশু সংশোধনাগারে পাঠানো হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, শিশুকে প্রাথমিক পরীক্ষা করা হয়েছে। সব আলামত সংগ্রহ করা হয়েছে। আরও পরীক্ষা শেষে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে।

সারাবাংলা/এমও

আসামি ধর্ষণ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর