Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলের উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে: রেলমন্ত্রী


৫ জুলাই ২০১৯ ১৭:৪৯ | আপডেট: ৫ জুলাই ২০১৯ ১৭:৫২

নাটোর: রেলের উন্নয়নে বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। শুক্রবার (৫ জুলাই) বিকেলে নাটোর রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘চাহিদার ভিত্তিতে যেখানে নতুন রেল লাইন নির্মাণ দরকার সেখানে নতুন লাইন তৈরি করা হচ্ছে। যেখানে সংস্কার দরকার সেখানে সংস্কার হচ্ছে। নিরাপদ ভ্রমণে রেলের উন্নয়নে যা যা করার দরকার সেগুলো করারই পরিকল্পনা নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

নাটোর রেল স্টেশন পরিদর্শনের সময় রেলওয়ের পশ্চিমাঞ্চল মহা-ব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ রেলের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নাটোর-রাজশাহী সরাসরি রেল লাইন নির্মাণ, পঞ্জগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজসহ বিভিন্ন দাবি রেলমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এসময় মন্ত্রীও পর্যায় ক্রমে দাবি পূরনের আশ্বাস দেন।

পরে তিনি একতা একপ্রেসে পঞ্জগড় জেলার উদ্দেশে রওয়ানা দেন।

সারাবাংলা/এমও

রেলপথ রেলমন্ত্রী সরকার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর