নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ জুলাই ২০১৯ ১৬:১২ | আপডেট: ৫ জুলাই ২০১৯ ১৬:১৪
নাটোর: নাটোরের বড়াইগ্রাম এলাকায় ট্রলি চাপায় ঊর্মিলা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকালে নগর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ঊর্মিলা নগর ইউনিয়নের তালসো গ্রামের আলীম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে নানার সঙ্গে নিজ গ্রাম তালসো থেকে নগর বাজার এলাকায় খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল ঊর্মিলা। এসময় নগর বাজার এলাকায় পৌঁছালে একটি মাটিবাহী ছোট পাওয়ার ট্রলি পেছন থেকে ধাক্কা দেয় ঊর্মিলাকে। ট্রলিটি ধাক্কা দেওয়ার পর ঊর্মিলা মাটিতে পড়ে গেলে তাকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঊর্মিলার।
সারাবাংলা/এমআই