বিচার ব্যবস্থা এখন সরকারের নিয়ন্ত্রণে: ফখরুল
৫ জুলাই ২০১৯ ১৩:২৩ | আপডেট: ৫ জুলাই ২০১৯ ১৮:১১
ঢাকা: বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিচার ব্যবস্থা এখন সরকারের নিয়ন্ত্রণে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ খালেদা জিয়া কারাবন্দি। দেশের বিচার-ব্যবস্থায় স্বাধীনতা নেই। সব আওয়ামী লীগ নেতার হাতে চলে গেছে। রাজনৈতিক প্রতিহিংসার মধ্যমে নিম্ন আদালতে একটি রায় পাঁচ বছর থেকে ১০ বছর বাড়ানো হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন।
গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘গ্যাসের দাম কেন বৃদ্ধি করা হয়েছে তার সঠিক কোনো ব্যাখ্যা তাদের কাছে নেই। গ্যাসের দাম বৃদ্ধির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতি করার সুযোগ তৈরি করে দিয়েছেন।’
খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশের জনগণ মুক্তি পাবে উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতে তিনি কারাবরণ করেছেন, এখনো তিনি কারাগারে রয়েছেন। খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নয়, সারাদেশের নেতা। ১৬ কোটি মানুষের মুক্তির জন্য ১৬ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন।’
বর্তমান বিচার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নামে একটি গায়েবি মামলা দেওয়া হয়েছে। সেটার প্রধান আসামি আমি নিজে। তৃর্ণমূল পর্যায় থেকে শুরু করে উচ্চপর্যায়ে সব নেতাকর্মীর নামে এ মামলা দেওয়া হয়। বর্তমানে ১ লাখ মামলায় ২৬ লাখ আসামি করা হয়েছে।’
মানববন্ধনে বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আজকে দেশের সাধারণ জনগণ কেউ সুখে নেই। সুখে আছেন তারা আছে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। কিন্তু সাধারণ মানুষের কোনো সুখ নেই।’
সভাপতিত্বের বক্তব্যে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘স্বৈরাচারী সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রেখেছে। খালেদা জিয়া যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল তা নষ্ট করা হয়েছে। কোনো কারণ ছাড়া গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। নিম্ন আয়ের মানুষের কাছে এটি অনেক কষ্টের বিষয়। ভোট ডাকাতির সরকার সেই কষ্ট কী করে বুঝবে?’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি পদত্যাগ করুন, সেইসঙ্গে দেশের জনগণকে মুক্তি দেন। দেশের জনগণ আপনার হাত থেকে মুক্তি চায়।’
মানববন্ধন ও প্রতীকী অনশনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফরহাদ হালিম ডোনার, শিক্ষক নেতা জাকির হোসেন, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, এম আব্দুল্লাহ, অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন ও মেজবা রফিকুল ইসালমসহ অনেকে।
সারাবাংলা/এআই/এমআই/একে