Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির সমাবর্তন এবছর, ছাত্র সংসদ নির্বাচন আগামী বছর:জবি উপাচার্য


৫ জুলাই ২০১৯ ০২:৪৭ | আপডেট: ৫ জুলাই ২০১৯ ০৬:১৫

জবি:চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন আয়োজন করার কারণে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মীজানূর রহমান ।

বৃহস্পতিবার (৪ জুলাই) সাত দফা দাবি বাস্তবায়নে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন । উপাচার্য বলেন, ‘এ বছর সমাবর্তন নিয়ে ব্যস্ত থাকব। তাই জকসু নির্বাচন করা যাবে না। সমাবর্তনের পর জকসু নির্বাচন করা হবে।তবে আইন প্রণয়ন বা ছাত্রসংসদ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এসময় তিনি ক্যান্টিন সমস্যা সমাধানে ছাত্রদের নিয়ে ১৩ সদস্যের কমিটি করার কথা বলেন এবং সকল সমস্যা সমাধান করার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো ছিল- সাত দিনের মধ্যে ক্যান্টিনে খাবারের দাম কমিয়ে মান উন্নয়ন, বাসের ডাবল শিফট চালু, সাত দিনে জকসু আইনের খসড়া করে চার মাসের মধ্যে নির্বাচন, দুই মাসের মধ্যে ছাত্রী হল চালু, ৭০ শতাংশ শিক্ষক নিয়োগ জবি শিক্ষার্থীদের থেকে, দ্রুত নতুন ক্যাম্পাসের কাজ শুরু, গবেষণায় শর্ত কমানো ও বরাদ্দ বাড়ানো।

দাবির বিষয়ে প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কিছু সময় পর তাদেরকে ভিসির কাছে নিয়ে যাওয়া হয়। ছাত্রদের কিছু দাবি যৌক্তিক। তাদের সে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, জকসু নির্বাচনসহ সাত দফা দাবিতে গত ১ জুলাই উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এই দাবিতে বৃহস্পতিবার(৪ জুলাই) পুরো ক্যাম্পাসে মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা । এরপর উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা। শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের কলাপসিপল গেট বন্ধ করে দেয়। এর কিছু সময় পর প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। পরে প্রক্টর ছাত্র প্রতিনিধিদের উপাচার্যের কাছে নিয়ে গেলে তারা শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করেন ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/কেকে

জকসু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি সমাবর্তন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর