Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা


৫ জুলাই ২০১৯ ০০:৩৯ | আপডেট: ৫ জুলাই ২০১৯ ১০:৫৩

প্রতীকী ছবি

ঢাকা : ভূমধ্যসাগরে  তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৮০ জন অভিবাসীর মূত্যুর আশংঙ্কা  করা হচ্ছে। তিউনিসিয়া উপকূলের জার্জিস শহরের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় এই আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিউনিসিয়া উপকূল থেকে নৌকার চার আরোহীকে জীবিত উদ্ধার করে হয়। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলেও একজনের মৃত্যু হয়েছে। জীবিত তিন জন মালির নাগরিক বলে জানা গেছে। তবে নিখোঁজ বাকিরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানান, নৌকাটিতে আফ্রিকান শরণার্থীরা লিবিয়া থেকে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিল। বৃহস্পতিবার নৌকাটি জার্জিস শহরের কাছে ডুবে যায়।

জানা গেছে, নৌকাটি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ৮৬ অভিবাসীকে নিয়ে রওনা দেয়। বৃহস্পতিবার নৌকার চার আরোহীকে উদ্ধার সম্ভব হলেও বাকি ৮২ জনের কোনো খবর পাওয়া যায়নি। ডুবন্ত নৌকা দেখে তিউনিসিয়ার জেলেরা এগিয়ে গিয়ে চারজনকে উদ্ধার করতে সমর্থ হয়। তবে বাকি আরোহীদের কোনো হদিস পায়নি তারা।

উল্লেখ্য, গত ১০ মে মাসে ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনায় ৬৫ জনের মৃত্যু হয়েছিল। যাদের মধ্যে ৩৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক।

সারাবাংলা/জিএস/কেকে

অভিবাসীর মৃত্যু উপকূল টপ নিউজ তিউনিসিয়া নৌকা ডুবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর