Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক সুন্দর : সাঈদ খোকন


৫ জুলাই ২০১৯ ০০:৩০ | আপডেট: ৫ জুলাই ২০১৯ ০২:০২

ঢাকা: উপমহাদেশের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি অত্যন্ত সুন্দর আছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, `হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আমাদের নেত্রী সকল কিছু করে যাচ্ছেন। সরকারের সঙ্গে তাল মিলিয়ে নগর কর্তৃপক্ষও হিন্দুদের কল্যাণে কাজ করতে ঐক্যবদ্ধ।’

বৃহস্পতিবার (০৪ জুলাই) রাজধানীর দয়াগঞ্জের ইসকন মন্দিরে রথযাত্রার উদ্বোধনের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। অনুষ্ঠানে মেয়র হিন্দু ধর্মাবলম্বীদের মৃত্যুর পর যারা টাকা সংকুলানের অভাবে শেষ কৃত্য অনুষ্ঠান সম্পন্ন করতে পারেনা তাদেরকে আর্থিক সহায়তার ঘোষণা দেন। সেই সঙ্গে যাদের না পুড়িয়ে কবর দেয়া হয় তাদের জন্য জায়গা বরাদ্দের প্রতিশ্রুতিও দেন তিনি। রথযাত্রার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

বিজ্ঞাপন

মেয়র সাঈদ খোকন বলেন, শান্তি-শৃঙ্খলায় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি উপমহাদেশের যেকোনো দেশের তুলনায় অনেক সুন্দর। আর এটা সম্ভব হয়েছে নেত্রী শেখ হাসিনার কারণে। প্রধানমন্ত্রীর ঘোষণা ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেই ব্রত নিয়ে ধর্মীয় উৎসব উদযাপন করি। নগর কর্তৃপক্ষও সব সময় সকল উৎসবে পাশে থাকার চেষ্টা করে। ইতোমধ্যে হিন্দুদের শেষকৃত্য অনুষ্ঠান বিনামূল্যে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া পোস্তগোলা শ্মশান ঘাটকে আধুনিক করা হয়েছে।

এই নগর পিতা বলেন, নগরবাসী অনেক সময় তাদের আত্মীয়-স্বজন মারা গেলে অ্যাম্বুলেন্সের খোঁজ করেন। কিন্তু কোথায় খুঁজবেন? আবার কেউ কেউ টাকার সংস্থান না করতে পারায় সেই সুযোগটুকু পান না। আপনাদের কোথাও যেতে হবে না। ডিএসসিসি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে, ফোন করুন লাশ যেখানে নেওয়া প্রয়োজন সেখানে পৌঁছে দেব আমরা। বিনামূল্যে নগরবাসী এই সেবা গ্রহণ করতে পারবে।

বিজ্ঞাপন

ইসকন মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে মেয়র বলেন, প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে এই ইসকন মন্দির উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন আপনারা। মন্দিরের উন্নয়নে নগর কর্তৃপক্ষ আর্থিক অনুদান দেবে। আর যদি সরকারিভাবে বড় প্রকল্প গ্রহণের প্রয়োজন অনুভব করেন তাহলে আমাদের কাছে আসলে সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি আলোচনা করে সমাধান করব। এই মন্দির হবে গোটা বাংলাদেশ তো বটেই পাশ্ববর্তী দেশের জন্য চমৎকার দৃষ্টান্ত।

হিন্দুধর্মাবলম্বীদের কেউ মারা গেলে পোড়ানো হয়, শিশু সন্তান মারা গেলে দাফন করা হয়। কিন্তু রাজধানীতে সেই জায়গা নেই বলে জানান মন্দিরের নেতারা। এই দাবির পরিপ্রেক্ষিতে মেয়র বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে আপনারা যদি আশপাশে জায়গার ব্যবস্থা করেন, আর সেই জায়গা যদি সিটি করপোরেশনের হয় তাহলে আমি মুহূর্তের মধ্যে আপনাদের ব্যবস্থা করে দিব। আর যদি সরকারি অন্য সংস্থারও জায়গা ফাঁকা থাকে তাহলে আমাদের কাছে আসলে জায়গা অধিগ্রহণ করে তা বুঝিয়ে দেয়া হবে। এছাড়া যদি ব্যক্তি মালিকানায় জায়গা কিনতে হয় সেক্ষেত্রে ডিএসসিসি আর্থিক অনুদান দেবে।

সারাবাংলা/এসএইচ/কেকে

ডিএসসিসি মেয়র সাঈদ খোকন রথযাত্রা সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দুধর্মাবলম্বী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর