Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাককানইবি প্রেস ক্লাবের প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন


৪ জুলাই ২০১৯ ২২:০১

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রথম প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদালয়ের উপাচার্যের কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন করেন- নজরুল বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখরসহ অন্যরা।

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোনালিসা দাস, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, প্রফেসর ড. রশিদুন নবী, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, বিশ্ববিদ্যালয় এর ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর উপ-পরিচালক রাশেদুল আনামসহ অন্যরা।

জাককানইবি প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান সৈকতের সম্পাদনায় প্রকাশিত প্রকাশনাটির প্রশংসা করেন অতিথিরা। ভবিষ্যতেও যেন প্রকাশনাটি প্রকাশিত হয় সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

প্রেস ক্লাবের প্রকাশনাটিতে স্থান পেয়েছে ২১টি লেখা। যেখানে রয়েছে প্রবন্ধ/গল্প ১৫টি ও কবিতা ও ছড়া ৬টি। এছাড়াও প্রকাশনা ‘কলম’ এ লিখেছেন দেশবরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার।

প্রকাশনাটির প্রচ্ছদ করেছেন চারুকলা বিভাগের শিক্ষক মো. রাশেদুর রহমান। প্রকাশনাটি বিশ্ববিদ্যালয়ের চলমান নজরুল বই মেলার ২১নং স্টলে পাওয়া যাবে।

সারাবাংলা/এমও

কলম প্রকাশনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর