Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, পর্বতারোহীর মৃত্যু


৪ জুলাই ২০১৯ ১৭:৪৯ | আপডেট: ৪ জুলাই ২০১৯ ১৭:৫২

ইতালির স্ট্রম্বলি দ্বীপে আগ্নেয়গিরি থেকে দফায় দফায় অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুলাই) স্থানীয় সময় বেলা ৫ টার দিকে এই অগ্ন্যুৎপাত শুরু হয়। ইতালি কর্তৃপক্ষ জানায়, অগ্ন্যুৎপাতে এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। আরেক পর্বতারোহীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর সিএনএনের।

তিরেনিয়ান সাগরের পশ্চিম তীরে এই অগ্ন্যুৎপাতে উদ্ধারের কাজ করছে দেশটির দমকল বাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে নিখোঁজ পর্বতারোহীদের খুঁজে বের করার অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

অগ্ন্যুৎপাতের সময় দ্বীপটিতে থিয়েটার উৎসব চলছিল। পর্যটকেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে সাগরে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে ইতালির সংবাদ মাধ্যম এএনএসএ।

প্রত্যক্ষদর্শী একজন সিএনএন কে জানান, এরকম শব্দ তিনি জীবনে কখনোই শোনেননি। যেন মনে হচ্ছিল একটা পাথরের ঝর্ণা বেয়ে পাথর পড়ছে। দুই তিন মিনিট পর অগ্ন্যুৎপাত টের পান তিনি।

সারাবাংলা/একেএম/এনএইচ 

অগ্ন্যুৎপাত আগ্নেয়গিরি ইতালি টপ নিউজ স্ট্রম্বলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর