Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসির ফল প্রস্তুত, প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষা


৪ জুলাই ২০১৯ ১৪:৪৩ | আপডেট: ৪ জুলাই ২০১৯ ১৪:৪৪

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেলেই উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।

বৃহস্পতিবার (৪ জুলাই) সারাবাংলাকে তিনি বলেন, ‘উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রস্তুত করা আছে। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর অনুমতি চেয়েছি। তিনি অনুমতি দিলেই ফল প্রকাশ করা হবে।’

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে আগামী ২০, ২১ বা ২২ জুলাইকে সম্ভাব্য তারিখ ধরা হয়েছে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে তিন দিনের যেকোনো একদিন ফল প্রকাশ করা হবে।

ঢাকা বোর্ড প্রধান জানান, প্রধানমন্ত্রী চাইলে এই তারিখের আগে কিংবা পরেও ফল প্রকাশ করা যেতে পারে।

প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দিয়ে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করা হয়। তবে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার সময় এই প্রথা ভাঙা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থাকায় তার অনুপস্থিতিতে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশার বলেন, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রধানমন্ত্রীর নিজে ফল প্রকাশ করবেন। আমরা আশা করছি এই সপ্তাহে মধ্যেই হয়তো তিনি ফল প্রকাশে অনুমতি দেবেন। সে ক্ষেত্রে নির্ধারিত ষাট দিনের মধ্যেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’

গত ২ এপ্রিল শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নেন। ব্যবহারিক ও মোখিক মিলিয়ে পরীক্ষা শেষ হয় মে মাসের ২১ তারিখে। সেই হিসেবে জুলাইয়ের ২১ তারিখে শেষ হবে ফল প্রকাশের নির্ধারিত ষাটতম দিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এমআই

এইচএসসি টপ নিউজ ফল প্রকাশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর