Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মাদক মামলায় ৩ বাস শ্রমিকের যাবজ্জীবন


৪ জুলাই ২০১৯ ১৪:১২

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সদর উপজেলার একটি মাদকের মামলায় তিন বাস শ্রমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

এসময় দণ্ডপ্রাপ্ত আসামি ঠাণ্ডু মন্ডল (৫৫), মো. সাগর (২৮) ও সোহেল রানা (৩০) আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা থেকে লোকাল বাসে করে কুষ্টিয়া বাস টার্মিনালে বিপুল পরিমান হেরোইন আসছে বলে পুলিশের কাছে খবর যায়। এর ভিত্তিতে র‌্যাব-১২’র সদস্যরা বাস টার্মিনালে ওৎ পাতেন। বিষয়টি টের পেয়ে মাদক সরবরাহকারীরা মাদক হস্তান্তর না করে আবারও চুয়াডাঙ্গা নিয়ে যাওয়ার চেষ্টা করে। বেলা ১১টার দিকে কুষ্টিয়ার বটতৈল চেকপোষ্টে বাস তল্লাশি করে টুল বক্সের ভেতর থেকে দুই প্যাকেটে এক কেজি হোরোইন জব্দ করা হয়। গ্রেফতার করা হয় বাসের সুপারভাইজার ঠাণ্ডু মন্ডল, হেলপার সাগর ও সোহেল রানাকে।

এই মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে ও দীর্ঘ শুনানি শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (ক) ধারার টেবিলের ১(খ) ক্রমিকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। রায়ের পর আসামিদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/এসএমএন

বাস শ্রমিক মাদক মামলা যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর