ধান-চাল চিবিয়ে নিজেই মান পরীক্ষা করলেন খাদ্যমন্ত্রী
৪ জুলাই ২০১৯ ১২:৩১ | আপডেট: ৪ জুলাই ২০১৯ ১২:৩৬
ময়মনসিংহ: প্রায় ১৩ ঘণ্টার ঝটিকা সফরে ময়মনসিংহের খাদ্যগুদামগুলো পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধান-চাল চিবিয়েই বলে দিয়েছেন তার আর্দ্রতার পরিমাণ। আর যন্ত্রে মেপেও তার সত্যতা মিলেছে।
মন্ত্রীর এই কর্মকাণ্ডে যেমন খুশি হয়েছেন সাধারণ মানুষ, তেমন অবাকও হয়েছেন। সেইসঙ্গে ব্রিবত হয়েছেন কোনো কোনো খাদ্যগুদামের কর্মকর্তারা।
বুধবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ময়মনসিংহের পাঁচটি খাদ্যগুদাম পরীক্ষা করেন মন্ত্রী। এর মধ্যে ত্রিশাল, সদর উপজেলা, ফুলপুর ও তারাকান্দা উপজেলার চারটি খাদ্যগুদাম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি।
তবে নগরীর কেন্দ্রীয় খাদ্যগুদামের ২ ও ৪৮ নম্বর গোডাউনে সংরক্ষিত চাল দাঁত দিয়ে চিবিয়ে পরীক্ষা করে তা নিম্নমানের বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি জানান, এই চালে যথাযথ মাত্রার আর্দ্রতা নেই। কিছুক্ষণ পর মেশিনে পরীক্ষা করেও সেই একই পল পাওয়া যায়। এতে বিব্রত হন গুদামটির কর্মকর্তার।
গুদামে নিম্নমানের চাল পাওয়ায় মন্ত্রী তাৎক্ষণিক ডেকে ভৎসনা করেন সিএসডি গোডাউনের ম্যানেজারকে। সেসময়ই ঘটনা তদন্তে কমিটি করে দেন মন্ত্রী। জানান, সারাদেশে খাদ্য অধিদফতরের ২০ টি টিম খাদ্যগুদামগুলোতে ধান ও চাল সংগ্রহ অভিযান পর্যবেক্ষণ করছে। কোন অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সারাবাংলাকে বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য বিভাগের দুর্নীতির কলঙ্ক তিলক মুছে দিতেই আমি সারাদেশ চষে বেড়াচ্ছি। আমি খাদ্যগুদামের কর্মকর্তাদের বলে দিয়েছি, ভালো কাজে প্রশংসিত হবেন। আর অনিয়ম-দুর্নীতি করে কৃষককে ঠকালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ময়মনসিংহ সফরে মন্ত্রী ত্রিশালের ধানীখোলা এলএসডিতে উপস্থিত হয়ে ধান সংগ্রহ কার্যক্রম, ময়মনসিংহ সদর এলএসডিতে ধান সংগ্রহ কার্যক্রম, ময়মনসিংহের সার্কিট হাউজে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে বোরো সংগ্রহ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা, ময়মনসিংহ সিএসডিতে নির্মানাধীন রাইস সাইলো পরিদর্শন করে বিকেল ৫ টায় তারাকান্দা এলএসডিতে উপস্থিত হয়ে এর কার্যক্রম পরিদর্শন করেন। এরপর মন্ত্রী বিকেল সোয়া ৫ টায় ফুলপুর এলএসডি’র কার্যক্রম পরিদর্শন শেষে সন্ধ্যা ৭ টায় রাজধানীতে ফিরে যান।
এসময় মন্ত্রীর সঙ্গে খাদ্য অধিদফতরের পরিচালক (প্রশাসক) পরিমল চন্দ্র সরকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) জাহাঙ্গীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসএমএন